ফোকাস বেঙ্গল ডেস্ক,.পূর্ব বর্ধমান:গত ১৯ ফ্রেব্রুয়ারী থেকে লিঙ্ক না থাকায় চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন বর্ধমান ১নং ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে কাজে যাওয়া মানুষেরা। দপ্তরে এসেও বহু গুরুত্বপূর্ণ কাজ না করেই ফিরে যেতে হচ্ছে তাদের। ফলে রীতিমত ক্ষুব্ধ তারা। তাদের অভিযোগ ,এত দিন ধরে লিঙ্ক বন্ধ থাকায় জমি সংক্রান্ত সার্চিং, খতিয়ান, মিউটেশন, পর্চা কিছুই করা যাচ্ছে না। ফলে তাদের সমস্যা তো হচ্ছেই। পাশাপাশি ক্ষতি হচ্ছে সরকারী রাজস্বেরও।
অন্যদিকে বর্ধমানের কালনা গেটের কাছে রাস্তা সম্প্রসারণের কাজ করতে গিয়ে টেলিফোন লাইন
কেটে যাওয়ার ফলেও বিপাকে পড়েছেন জেলা কৃষি খামার ক্যাম্পাসের পোষ্ট অফিসের গ্রাহকরা। লাইন কেটে যাওয়ায় কার্যত বন্ধ হয়ে পড়েছে সমস্তরকম অনলাইন আদানপ্রদান। ফলে এক্ষেত্রেও চরম হয়রানি হচ্ছে ঐসব গ্রাহকদের। দুটি ক্ষেত্রেই দ্রুত সমাধানের ব্যাপারে কোনোরকম আশ্বাস
পাওয়া যায়নি দপ্তরের তরফ থেকে বলে অভিযোগ।