ফোকাস বেঙ্গল ডেস্ক ,পূর্ব বর্ধমান: ১৩ দফা দাবিতে শুক্রবার পূর্ব বর্ধমান জেলা জুড়ে রেল অবরোধে সামিল হল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই ও যুব সংগঠন ডিওয়াইএফআই। অবরোধের জেরে এদিন বিভিন্ন স্টেশনে আটকে পরে একাধিক রুটের বেশ কিছু ট্রেন। পরে রেলপুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দিলে রেল চলাচল স্বাভাবিক হয়।
রেল দপ্তরের বেসরকারীকরণের প্রতিবাদ সহ শুন্যপদ পূরণ, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বন্ধ করা,
কর্মসংস্থান সুনিশ্চিত করা, রেলের যাত্রী সুরক্ষা বাড়ানো প্রভৃতি ১৩ দফা দাবীতে পূর্ব বর্ধমানের ৮টি ষ্টেশনে রেল অবরোধ করে এসএফআই ও ডিওয়াইএফআই। তাদের অবরোধের জেরে বর্ধমান আসানসোল রুটের তালিত স্টেশনে আটকে পড়ে ডাউন আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেস।
অন্যদিকে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের পালসিট,মশাগ্রাম, এবং মেন লাইনের বাগিলা,দেবীপুর, ছাড়াও অম্বিকা কালনা এবং পূর্বস্থলী ষ্টেশনেও এদিন অবরোধের ফলে বেশ কিছু লোকাল ট্রেন আটকে পড়ে। ফলে রীতিমত দুর্ভোগে পড়েন ঐসব ট্রেনের যাত্রীরা। পরে রেল পুলিশের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
বর্ধমানের ষ্টেশন ম্যানেজার স্বপন অধিকারী অবশ্য জানান, অবরোধের ফলে সাময়িকভাবে কয়েকটি জায়গায় রেল পরিষেবা ব্যাহত হলেও পরিষেবায় তেমন বড়সড় সমস্যা দেখা দেয়নি। সব রুটেই নির্ধারিত নিয়ম মেনেই ট্রেন চলাচল করছে।
ছবি - সুরজ প্রসাদ