ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: শান্তিতে দোল খেলুন, আপনার নিজের আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখুন,ট্রাফিক আইন মেনে চলুন -এমনই বেশ কিছু সচেতনতার বার্তা নিয়ে দোল উৎসবের আগে পদযাত্রা করল বর্ধমান পুরসভার ৪নং ওয়ার্ড নাগরিক কমিটি। বুধবার এলাকার মহিলা,ছাত্র ও যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে আয়োজিত এই পদযাত্রায় নেতৃত্ব দেন স্থানীয় কাউন্সিলার মহঃ আলি ও ৪ নং নাগরিক কমিটির সম্পাদক নুরুল আলম। দোল উৎসবের দিন মদ্যপান থেকে বিরত থাকারও আহবান জানানো হয় এদিনের পদযাত্রা থেকে। এছাড়া অভব্য আচরণ না করা, অযথা পানীয় জল নষ্ট না করে শুকনো রং খেলা, পশু-পাখিদের গায়ে রং না দেওয়ার আবেদনও রাখা হয় এদিন। পদযাত্রাটি এদিন মূলত বাজেপ্রতাপুর এলাকা পরিক্রমা করে।
উল্লেখ্য, দীর্ঘদিনের প্রথা অনুযায়ী দোল পূর্ণিমার পরের দিন বর্ধমানে পালিত হবে হোলি উৎসব। অর্থাৎ শহর বর্ধমানে দোল ২ মার্চ। উৎসবের আনন্দ যাতে বজায় থাকে এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এদিনের পদযাত্রা থেকে শহরের মানুষকে সচেতন থাকার কথাও বলা হয়। একইসঙ্গে পরামর্শ দেওয়া হয়, যেকোনও সমস্যায় পুলিশের সাহায্য নিতে।
ছবি - ইন্টারনেট