ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:ঋণের বিপুল চাপ সহ্য করতে না পেরে শেষে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক ভাগচাষী। বিমান বাগদি (৩২) নামে মৃত ওই চাষীর বাড়ি বীরভূমের বোলপুর থানার মহুলা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে ,বিমান বাগদি গত বছর ভাগে আলু চাষ করতে গিয়ে বেশ কিছু টাকা ঋণ করেন। তার পরে আবার গত বোরো মরশুমেও ঋণ নিয়ে ভাগে চাষ করেন। এই দুটি ঋণের বোঝার মাঝে আবার ঋণ নিয়ে পাকা বাড়ি তৈরীও শুরু করেন তিনি। কিন্তু এতগুলো ঋণের বোঝা বিমানবাবু সামলাতে পারেননি। পাওনাদারদের নিত্য চাপের মুখে পড়ে রবিবার তিনি কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রথমে তাকে সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার সকালে সেখানেই তার মৃত্যু হয়।