ফোকাস বেঙ্গল ডেস্ক,মন্তেশ্বর: শুক্রবার বিকালে তীব্র বিস্ফোরণের ঘটনায় আতংক ছড়িয়ে পড়ল মন্তেশ্বরের কুসুমগ্রাম বাসস্ট্যাণ্ড এলাকায়। এদিন বিকাল ৪টে নাগাদ কুসুমগ্রাম বাজার লাগোয়া একটি মোবাইল টাওয়ারের নিচের ঘরে ঘটে বিস্ফোরণের ঘটনাটি। অল্পের জন্য রক্ষা পায় সেখানে উপস্থিত লোকজন। এরপরই মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই টাওয়ার সংলগ্ন ঘর থেকে আরও ১০টি তাজা কৌটো বোমা উদ্ধার করে।
এব্যাপারে স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বাপ্পাদিত্য ব্যানার্জ্জীর অভিযোগ, সিপিএম আশ্রিত দুষ্কৃতিরাই এই ঘটনার সঙ্গে জড়িত। তাঁর অভিযোগ, কয়েকদিন আগে তার অবর্তমানে সিপিএম আশ্রিত দুষ্কৃতিরা তার বাড়িতে বোমা ছোঁড়ে। এদিনের ঘটনাতেও সিপিএমের দুষ্কৃতীদের হাত রয়েছে বলে তিনি দাবি করেন। যদিও সেদিনের ঘটনায় এখনও গ্রেপ্তার হয়নি কেউ।তিনি জানান,এলাকায় বারবার বোমা উদ্ধারে সিপিএমের অতি সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে বাস স্ট্যান্ডের মত জনবহুল এলাকায় কে বা কারা বোমাগুলি কি উদ্দেশ্যে রেখেছিল তা খতিয়ে দেখছে মন্তেশ্বর থানার পুলিশ। উদ্ধার হওয়া বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে।