ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: শিশুদের ওপর ক্ৰমশঃবেড়ে যাওয়া যৌন নির্যাতনের ঘটনায় রীতিমত উদ্বিগ্ন পূর্ব বর্ধমান জেলা শিশু সুরক্ষা দপ্তর। জেলা জুড়ে সামগ্রিকভাবে এই নির্যাতনের ঘটনা রুখতে দপ্তরের পক্ষ থেকে শনিবার জেলার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জ্যুভেনাইল জাস্টিস-কেয়ার এন্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট-২০১৫ এবং দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সচুয়্যাল অফেন্স অ্যাক্ট-২০১২ বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হল। মাইনোরিটি ভবনের সভাকক্ষে আয়োজিত এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, অতিরিক্ত জেলাশাসক রত্নেশ্বর রায় সহ পুলিশ দপ্তরের আধিকারিকরাও। মূলত শিশু সুরক্ষার বিষয়ে আইন মোতাবেক কি কি নির্দেশ, নিয়মাবলী ও কর্তব্য পালন করতে হবে, কোন কোন ঘটনায় কি কি ভাবে মামলা রুজুর প্রতিবিধান আছে, তার সম্যক ধারণা দিতেই এই আলোচনা সভার আয়োজন বলে দপ্তর সূত্রে জানা গেছে। বিষয়গুলি নিয়ে এদিনের সভায় বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জেলা শিশু সুরক্ষা আধিকারিক সুদেষ্ণা মুখার্জ্জী।