Headlines
Loading...
মন্তেশ্বরে অনুষ্ঠিত কৃষিদূষণ প্রতিরোধ কর্মশালা

মন্তেশ্বরে অনুষ্ঠিত কৃষিদূষণ প্রতিরোধ কর্মশালা


ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা:মন্তেশ্বর ফার্মার্স ক্লাবের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হল কৃষিদূষণ প্রতিরোধ সংক্রান্ত এক কর্মশালা। স্থানীয় বৈষ্ণবডাঙা হাইস্কুলে এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহাদেব প্রামাণিক ,জেলা কৃষিদপ্তরের আধিকারিক পার্থ ঘোষ ,মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি গুফরানা ইয়াসমিন প্রমুখ। এছাড়াও ছিলেন কর্মশালার উদ্যোক্তা তথা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তড়িৎকান্তি রায়। এদিনের কর্মশালার বিষয় ছিল 'প্রতিষেধক জৈব চাষ'। 
ফার্মার্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে ,রাসায়নিক সার ব্যবহার করে চাষের জমিতে ক্রমশ কৃষি দূষণ করা হচ্ছে ,ধংস হচ্ছে জীবজগতের বহু বাসিন্দা। এরই প্রতিরোধে প্রতিষেধক হিসাবে জৈব চাষের গুরুত্ব তুলে ধরতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});