Headlines
Loading...
কাটোয়ায় নাবালিকা বিয়ে বন্ধ করল প্রশাসন

কাটোয়ায় নাবালিকা বিয়ে বন্ধ করল প্রশাসন

ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া:ফের কাটোয়ায় প্রশাসনের উদ্যোগে বিয়ে বন্ধ করা হল এক নাবালিকার। কাটোয়া ২নংব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রামে বাড়ি ওই নাবালিকার। সে ইসলামপুর জে বি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। নাবালিকার বাবা কুতুব মল্লিক পেশায় ক্ষেতমজুর। মেয়ের বিয়ের জন্য তিনি পাত্র দেখাশুনো করছিলেন। 

খবর পেয়ে কন্যাশ্রী ক্লাবের সহযোগিতায় নাবালিকার বাড়িতে যান কাটোয়া ২নংব্লকের সমাজকল্যাণ আধিকারিক সুদর্শন মজুমদার, চাইল্ড লাইনের প্রতিনিধি ভিক্টর চক্রবর্ত্তী,কাটোয়া ২নংব্লকের জয়েণ্ট বিডিও শুভেন্দু বর্মন ও ইসলামপুর জে এন বি বিদ্যালয়ের  শিক্ষিক ও শিক্ষিকারা। তারা নাবালিকার বাবাকে বুঝিয়ে বিয়ের জন্য পাত্র দেখা ও বিয়ে বন্ধ করতে নির্দেশ দেন। সাবালিকা না হওয়া পর্যন্ত তার বিয়ে যাতে না দেওয়া হয় সে ব্যাপারে ছাত্রীর বাবাকে দিয়ে মুচলেকা লিখিয়ে নেওয়া হয়- ১৮বছর বয়স না হওয়া পর্যন্ত তিনি মেয়ের বিয়ে দেবেন না। নাবালিকা ছাত্রীটি জানিয়েছে আবার সে আগের মতই স্কুলে যাবে। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});