latest
republic day news
state
জেলা
রাজ্য
প্রজাতন্ত্র দিবসে নাশকতা রুখতে বিশেষ নজরদারি পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও রেলের।
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: প্রজাতন্ত্র দিবসের আগে পূর্ব বর্ধমান জেলা জুড়ে বিশেষ নজরদারি চালালো জেলা পুলিশের পাশাপাশি রেল পুলিশও। বৃহস্পতিবার জেলার ষ্টেশন, বাসস্ট্যাণ্ট, শপিং মল সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সকাল থেকেই পুলিশ কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা চালানো হয়। ঐসব এলাকাগুলি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বলে জানানো হয়েছে রেল ও জেলা পুলিশের পক্ষ থেকে।
রেলের তরফে জিআরপি ও আরপিএফ এদিন স্নিফার ডগ নিয়ে পরীক্ষা চালায় বর্ধমান স্টেশনের ১ ও ২ নং প্ল্যাটফর্ম সহ রেলওয়ে ট্র্যাক ,ফুটওভার ব্রিজ প্রভৃতি এলাকায়। এছাড়া যাত্রীদের লাগেজও পরীক্ষা করা হয় মেটাল ডিটেক্টার দিয়ে। রেলের পক্ষ থেকে সতর্কবার্তায় জানানো হয়েছে , মালিকানাহীন ব্যাগ বা অন্য কোনও জিনিসপত্রে যাত্রীরা যেন হাত না দেন। প্রয়োজনে আরপিএফ কিংবা জিআরপিকে যেন খবর দেওয়া হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে কোনও নাশকতা রুখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে প্রজাতন্ত্র দিবসের আগে যে কোনও অঘটন রুখতে তৎপর জেলা পুলিশও। জেলার নানা শপিং মল, বাসস্ট্যান্ড, বাজার প্ৰভৃতি জনবহুল এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালালো জেলা পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে প্রজাতন্ত্র দিবসের আগে প্রতিবছরেই এই ধরনের নজরদারি চালানো হয়ে থাকে। এবারও সেই উদ্যোগ নেওয়া হয়েছে। ২৫ এবং ২৬ জানুয়ারী দুদিন ধরেই এই নজরদারি চলবে। বিশেষ অভিযান চালানো হচ্ছে জাতীয় সড়কে। সেখানে বিভিন্ন গাড়ী তল্লাশির পাশাপাশি তল্লাশি চলছে যাত্রীদের মালপত্রেরও।
ছবি - সুরজ প্রসাদ