ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:বায়োলজিতে ভাল নম্বর পেতে গেলে বিষয়টি সম্পর্কে ছাত্র-ছাত্রীকে যেমন সিরিয়াস হতে হবে তেমনি খুঁটিয়ে পড়তে হবে বিষয়টিও। জানালেন বর্ধমানের বিশিষ্ট বায়োলজি শিক্ষক প্রীতম সাইঁ। তিনি জানান, সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও জয়েন্ট পরীক্ষা। এই পরীক্ষাগুলোতে ছাত্র-ছাত্রীদের যাতে বায়োলজিতে কোনো ভয় না থাকে তার জন্য তিনি বেশ কতকগুলি উপায় বের করেছেন।
উল্লেখ্য, প্রীতমবাবু এমন একজন শিক্ষক যার কাছে পাঠ নিয়ে মাধ্যমিক,উচ্চমাধ্যমিক সহ জয়েন্টের মত সর্বভারতীয় পরীক্ষায় ভালো ফল করেছেন বহু ছাত্রছাত্রী। তিনি জানিয়েছেন,২০১৭ সালের উচ্চমাধ্যমিকে নবম স্থান অধিকারী দ্বৈপায়ন দুবে তাঁর একজন কৃতি ছাত্র। বর্তমানে সে কিশোর বিজ্ঞান প্রস্থান যোজনায় মহাকাশ গবেষণা নিয়ে রিসার্চের প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও ২০১৭য় ৭জন ছাত্রছাত্রী জয়েণ্টে উল্লেখযোগ্য রেজাল্ট করেছেন। নেট পরীক্ষাতেও ৫জন ছাত্রছাত্রী সুযোগ পেয়েছেন।
বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে প্রীতমবাবু জানান,আগামী ২৮ জানুয়ারী বর্ধমান পুরসভার পান্থশালাতে এক সম্বর্ধনাজ্ঞাপন অনুষ্ঠানে তিনি এই সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিতে চলেছেন।সেই অনুষ্ঠানেই তিনি ছাত্র-ছাত্রীদের জানাতে চান বায়োলজিতে ভাল নম্বর পেতে গেলে কি কি করতে হবে।
শিক্ষক প্রীতম সাঁই জানালেন,ছাত্র-ছাত্রীদের সর্বদা তিনি উদ্বুদ্ধ করতে চান অন্য ভাবধারায়। ছাত্র-শিক্ষক সম্পর্ককে সবার ওপরের জায়গা দিয়ে এই সম্পর্কের ঐতিহ্যকে তিনি বজায় রাখতে চান।বিনা পারিশ্রমিকেই এমন অনেক ছাত্র-ছাত্রী তাঁর কাছে পড়ে যাঁরা যে দুঃস্থ এমন নয়, শুধু তাঁদের মেধাকেই শিক্ষক হিসাবে গুরুত্ব দিতে তাঁর এই উদ্যোগ। প্রীতমবাবুর দাবী, কিছু ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে তাদের আরও বেশি পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে তাঁর এই প্রয়াস।
স্যার জানালেন, মাত্র একটি ছাত্রকে নিয়ে তিনি ২০১৪ সালে টিউটোরিয়াল হোম খুলেছিলেন। এখন সেখানে পড়ে ৩০০ জন, যার মধ্যে বিনা পারিশ্রমিকে পড়ে ৬০ জন।
তিনি জানিয়েছেন,শুধু বায়োলজি টিচার হিসাবেই নয় ,তিনি সকলের কাছে সত্যিকারের অভিভাবকের মত আচরণে বিশ্বাসী। অল্পবয়সী ছাত্র-ছাত্রীদের বয়ঃসন্ধির সমস্যাগুলোকে বন্ধুর মত আচরণের মাধ্যমে সহজেই মিটিয়েছেন তিনি।
স্যারের স্পষ্ট বার্তা -পরিশ্রম আর অধ্যবসায়ই সাফল্যের শিখরে পৌঁছনোর একমাত্র পথ। সকলকে এই পথে নিয়ে আসাই তাঁর লক্ষ্য, জানালেন প্রীতম স্যার।