ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য নুরুল হাসানের উদ্যোগে ভোতার গ্রামে শনিবার আয়োজন করা হল বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। বর্ধমান শহরের একটি নার্সিংহোমের সহযোগিতায় ১২জন চিকিৎসকের তত্ত্বাবধানে এদিনের শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবিরে প্রায় ৩৫০ জন পুরুষ ও মহিলা এদিন চক্ষু ও স্বাস্থ্য এবং সুগার পরীক্ষা করান। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ মালিক। তিনি নিজেও এদিনের শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করেন। শিবিরের উদ্যোক্তা নুরুল হাসান বলেন, জেলা পরিষদের সদস্য হিসাবে এলাকার মানুষের স্বাস্থা সম্পর্কে তার চিন্তা ভাবনা রয়েছে। এই ধরনের শিবিরের আয়োজনে স্থানীয় মানুষের বিশেষ উপকার হয় বলেই তিনি জানান।