ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বুধবার বর্ধমানের ২ নং জাতীয় সড়কের ধারে রেনেসাঁ টাউনশিপ এলাকায় একটি অত্যাধুনিক হাসপাতাল চালু হল। বর্ধমানের ১২ জন সুপ্রতিষ্ঠিত চিকিৎসকের হাত ধরে এদিন চালু হল বিআইএমএস নামে হাসপাতালটি। উদ্বোধন করলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব।
হাসপাতালের সি ই ও শ্রীধর ব্যানার্জ্জী এদিন জানান, অত্যাধুনিক এই হাসপাতালে থাকছে ব্লাডব্যাঙ্ক, ও রেডিও থেরাপি ইউনিট। একইসঙ্গে মৃতদেহ রাখার জন্য বিশেষ ড্রয়ারেরও ব্যবস্থা করা হচ্ছে। তিনি জানান, হাসপাতাল চালুর সাথে সাথে তারা এখানে চালু করতে চলেছেন একটি নার্সিং কলেজও। আগামী এক বছরের মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছেন তাঁরা।
হাসপাতালের সি ই ও শ্রীধর ব্যানার্জ্জী এদিন জানান, অত্যাধুনিক এই হাসপাতালে থাকছে ব্লাডব্যাঙ্ক, ও রেডিও থেরাপি ইউনিট। একইসঙ্গে মৃতদেহ রাখার জন্য বিশেষ ড্রয়ারেরও ব্যবস্থা করা হচ্ছে। তিনি জানান, হাসপাতাল চালুর সাথে সাথে তারা এখানে চালু করতে চলেছেন একটি নার্সিং কলেজও। আগামী এক বছরের মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছেন তাঁরা।
এদিন হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে পূর্ব ভারতে তাঁরাই প্রথম হাসপাতালের রোগীদের জন্য সম্পূর্ণ অর্গানিক ফুড তুলে দেবার উদ্যোগ নিয়েছেন।
ছবি - সুরজ প্রসাদ