ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: পুলিশ ভেবে এক যুবককে ধাক্কা মেরে ক্যানেলের জলে ফেলে দেওয়ায় ডুবে মৃত্যু হল ওই যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুর হাটতলা সংলগ্ন সেচ ক্যানেল লক গেট এলাকায়। মৃতের নাম রাজু সাউ (৩০) বাড়ি বর্ধমান শহরের পারবীরহাটা এলাকায়। ঘটনায় অভিযুক্ত শুভেন্দু বিশ্বাস নামে স্থানীয় এক পান বিক্রেতার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।
জামালপুর পুলিশ সূত্রে জানা গেছে ,রাজু সাউ তার বাবা সেনুয়া সাউয়ের সঙ্গে মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমানের মেমারী থানার চাঁচাইয়ে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন।ফেরার পথে আঝাপুর হাটতলা
এলাকায় তাঁরা গাড়ি দাঁড় করিয়ে দুজনে দুটি আলাদা দোকানে জিনিস কিনতে যান। বাবাকে লুকিয়ে সিগারেট খেতে একটি গুমটির পিছনে যেতেই সেই গুমটি মালিক শুভেন্দু পুলিশ এসেছে ভেবে তড়িঘড়ি দোকানের ঝাঁপ নামিয়ে পালতে যায়। সে সময় রাজু সামনে থাকায় তাকে পুলিশ মনে করে ধাক্কা দেয় শুভেন্দু। রাজু পরে যায় জলভর্তি ক্যানেলে। টাল সামলাতে না পেরে শুভেন্দুও গড়িয়ে যায় ক্যানেলে।যদিও শুভেন্দু জল থেকে পরে উঠে আসলেও,রাজু তলিয়ে যায়। বুধবার সকালে সিভিল ডিফেন্সের কর্মীরা রাজু সাউয়ের মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, ওই গুমটিতে পান, বিড়ি, সিগারেটের পাশাপাশি বেআইনি ভাবে মদও বিক্রি হত। তাই দোকানদার ভয়ে ভয়ে থাকতো। ফলে রাতে একটা গাড়ি এসে তার দোকানের সামনে দাঁড়ানোয় দোকানদার ভাবে পুলিশ এসেছে।
এদিকে এদিন রাতেই খবর পেয়ে জামালপুর থানার পুলিশ এবং বিডিও সুব্রত মল্লিক ঘটনাস্থলে ছুটে যান। বিডিও সুব্রত মল্লিক জানান, ওই গুমটিতে নিষিদ্ধ কিছু বিক্রি হত তাই গুমটি মালিক পুলিশ ভেবে পালাতে গিয়ে ওই যুবককে ধাক্কা দেয়। জলে স্রোত থাকায় যুবকটি ভেসে যায়।
অভিযুক্ত গুমটি মালিক শুভেন্দু বিশ্বাসের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বর্ধমানের পারবীরহাটা এলাকায়।
ছবি - সুরজ প্রসাদ
ছবি - সুরজ প্রসাদ