ফোকাস বেঙ্গল ডেস্ক,মঙ্গলকোট:মঙ্গলকোট এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এলো। অভিযোগ দলেরই আরেক গোষ্ঠীর হাতে বেধড়ক মার খেয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হল তৃণমূলের স্থানীয় নেতা সেখ শান্তিকে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
আহত তৃণমূল নেতার ভাই সেখ রফিকুল মঙ্গলবার জানিয়েছেন, সোমবার কলকাতার নেতাজী ইণ্ডোর স্টেডিয়ামে বাংলা আবাস যোজনার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সেখ শান্তি। সন্ধ্যে ৭টা নাগাদ তিনি বাস থেকে নেমে নতুনহাটে নিজের গ্রামে ফিরছিলেন। সেই সময় জনা দশেক দুষ্কৃতি তাকে ঘিরে ধরে রড, লাঠি, বাঁশ দিয়ে ব্যাপক মারধোর করে স্থানীয় শীলপুকুর লাগোয়া এলাকায় ফেলে দিয়ে চলে যায়। খবর পেয়ে বাড়ির লোকজন রাত্রি প্রায় সাড়ে নটা নাগাদ তাকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্তে পুলিশ দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
স্থানীয়দের অভিযোগ, মঙ্গলকোট এলাকায় দীর্ঘদিন ধরে বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীর গোষ্ঠীর সঙ্গে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলের অনুগামীদের বিবাদ চলছে। সম্প্রতি খোদ বিধায়কের কার্যালয় ভাঙচুরের মত ঘটনাও ঘটেছে। স্বাভাবিকভাবেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে মঙ্গলকোটের শাসকদলের এই দুই গোষ্ঠীর সংঘর্ষ চিন্তায় ফেলেছে দলীয় নেতৃত্বকে।
আহত তৃণমূল নেতার ভাই সেখ রফিকুল মঙ্গলবার জানিয়েছেন, সোমবার কলকাতার নেতাজী ইণ্ডোর স্টেডিয়ামে বাংলা আবাস যোজনার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সেখ শান্তি। সন্ধ্যে ৭টা নাগাদ তিনি বাস থেকে নেমে নতুনহাটে নিজের গ্রামে ফিরছিলেন। সেই সময় জনা দশেক দুষ্কৃতি তাকে ঘিরে ধরে রড, লাঠি, বাঁশ দিয়ে ব্যাপক মারধোর করে স্থানীয় শীলপুকুর লাগোয়া এলাকায় ফেলে দিয়ে চলে যায়। খবর পেয়ে বাড়ির লোকজন রাত্রি প্রায় সাড়ে নটা নাগাদ তাকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্তে পুলিশ দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
স্থানীয়দের অভিযোগ, মঙ্গলকোট এলাকায় দীর্ঘদিন ধরে বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীর গোষ্ঠীর সঙ্গে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলের অনুগামীদের বিবাদ চলছে। সম্প্রতি খোদ বিধায়কের কার্যালয় ভাঙচুরের মত ঘটনাও ঘটেছে। স্বাভাবিকভাবেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে মঙ্গলকোটের শাসকদলের এই দুই গোষ্ঠীর সংঘর্ষ চিন্তায় ফেলেছে দলীয় নেতৃত্বকে।