Headlines
Loading...
বুধবারের আকাশে ঘটতে চলেছে মহাজাগতিক ঘটনা, দেখা যাবে তিন রকম চাঁদ

বুধবারের আকাশে ঘটতে চলেছে মহাজাগতিক ঘটনা, দেখা যাবে তিন রকম চাঁদ


ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্কঃ একই দিনে তিন রকম চাঁদ দেখার বিরল ঘটনা ঘটতে চলেছে ৩১ জানুয়ারী বুধবার। এদিন হবে চন্দ্রগ্রহণ।  কিন্তু তার পাশাপাশি ঘটতে চলেছে মহা জাগতিক ঘটনাও। একই সঙ্গে 'সুপার মুন', 'ব্লু মুন' ও 'ব্লাড মুন'-এই তিন ধরনের চাঁদের দেখা মিবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের দাবি, এরকম দুর্লভ ঘটনা ১৫১ বছর অন্তর একবার ঘটে। সাধারণ পূর্ণিমার চাঁদের তুলনায় ৭ শতাংশ বড় দেখাবে এদিনের চাঁদকে। তার সঙ্গে তার উজ্জ্বলতাও বাড়বে ৩০ শতাংশ। নীল এই সুপার মুনকে বলা হয় ব্লু মুন। 
পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে  চাঁদকে সম্পূর্ণ ঢেকে দিলে চন্দ্রগ্রহণ হয়। বিজ্ঞানীরা জানাচ্ছেন রামধনুর সাতটি রঙের মধ্যে লাল রঙ চাঁদের  ওপর পড়লে চাঁদকে লাল দেখায়। তখন এই চাঁদকে ব্লাড মুন বলে। পৃথিবীর প্রায় সব জায়গা থেকেই এই বিরল ঘটনা দেখা যাবে বলে জানিয়েছে নাসা। 










(adsbygoogle = window.adsbygoogle || []).push({});