ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় চলতি বছরে নতুন ভোটার বাড়ল ১ লক্ষ ৫ হাজার। এর মধ্যে ১৮ থেকে ১৯ বছরের ভোটার বাড়ল ৬৫ হাজার। ফলে সবমিলিয়ে পূর্ব বর্ধমান জেলার ভোটার সংখ্যা দাঁড়ালো ৩৮ লক্ষ। বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে বর্ধমান টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে নতুন ১৮ বছর বয়সী ১০ জন ভোটারের হাতে এদিন ভোটার সচিত্র পরিচয়পত্রও তুলে দেওয়া হল। একইসঙ্গে পূর্ব বর্ধমান জেলার ৪টি মহকুমার নির্বাচন আধিকারিক তথা এ্যাসিস্ট্যাণ্ট রিটার্নিং অফিসার এবং ১৬ জন বুথ লেবেল অফিসারের হাতে এদিন নির্বাচন সংক্রান্ত বিষয়ে ভাল কাজ করার জন্য তাদের হাতে ট্রফিও তুলে দেওয়া হল। অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, অতিরিক্ত জেলাশাসক (নির্বাচন) নিখিল নির্মল সহ প্রশাসনের আধিকারিকরা।
ছবি - সুরজ প্রসাদ