.ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আগামী ২০১৮-২০১৯ আর্থিক বছরে পূর্ব বর্ধমান জেলা পরিষদের পূর্ণাঙ্গ বাজেট গৃহীত হল। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে ঘাটতি শূন্য ৫৪৩ কোটি ২৮ লক্ষ ৯২ হাজার ৮৯০ টাকার বাজেটের প্রতিলিপি প্রদান করেন সভাধিপতি দেবু টুডু। তিনি জানিয়েছেন, চলতি আর্থিক বছরে বাজেটে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পূর্ত কার্য্য ও পরিবহণ স্থায়ী সমিতি এবং জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতিকে। জেলা পরিষদের মোট বাজেটের প্রায় অর্ধেক ২১৮ কোটি ৯২ লক্ষ ৬০ হাজার ৬৩৩ টাকা বরাদ্দ করা হয়েছে এই পূর্ত দপ্তরে। জনস্বাস্থ্য দপ্তরের জন্য বরাদ্দ করা হয়েছে ১৭৩ কোটি ৬২ লক্ষ ৯৮ হাজার ৫০৭ টাকা। তিনি জানান, আগামী ২ ফেব্রুয়ারী পূর্ব বর্ধমান জেলার সমস্ত ব্লকেই রাস্তা নির্মাণ কর্মসূচীর উদ্বোধন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ১২৫টি রাস্তার মোট ১ হাজার কিমি পথ। তিনি জানিয়েছেন, আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই জেলার সমস্ত রাস্তাঘাট মেরামত ও সংস্কারের কাজ শেষ করা হবে।
ছবি - সুরজ প্রসাদ