Headlines
Loading...
আদ্রা-খড়্গপুর সেকশনে কালিসেন ও ভাদুতলা স্টেশন বন্ধের সিদ্ধান্ত, তীব্র প্রতিবাদ এলাকাবাসীর

আদ্রা-খড়্গপুর সেকশনে কালিসেন ও ভাদুতলা স্টেশন বন্ধের সিদ্ধান্ত, তীব্র প্রতিবাদ এলাকাবাসীর


ফোকাস বেঙ্গল ডেস্ক,শালবনি: দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের আদ্রা-খড়্গপুর সেকশনে ভেদুয়াসোল ও ওন্দাগ্রামের  মধ্যে অবস্থিত কালিসেন স্টেশনটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল রেল। পাশাপাশি মেদিনীপুর ও গোদাপিয়াসাল-এর মধ্যে ভাদুতলা স্টেশনটিও ১ ফেব্রুয়ারি থেকে বন্ধ করে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল রেল কর্তৃপক্ষ। রেলের তরফে জানানো হয়েছে অলাভজনক স্টেশন হিসাবে এরাজ্যের ৮টি রেলস্টেশনকে বন্ধ করে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে যাত্রী অত্যন্ত কম হওয়ায় অলাভজনক হিসাবে এই দুটি হল্ট স্টেশনকেও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে শালবনি ব্লকের ভাদুতলা হল্ট স্টেশনটি বন্ধ করে দেবার রেলের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানালেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ ২০০৯ সালে স্টেশনটি চালু করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী ও পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি মেনে এলাকার মানুষের সুবিধার কথা ভেবেই তিনি এটি  চালু করেন। কিন্তু অভিযোগ, সারাদিনে মাত্র দুটি ট্রেন এখানে স্টপেজ দেয়। এমনকি স্টেশনটির উন্নতকরণের পরিবর্তে এটি বন্ধ করে মানুষের স্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত নিল রেল দপ্তর। শালবনি এলাকার মানুষ এজন্য একত্রিত হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় হাঁটতে চলেছে। 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});