Headlines
Loading...
বর্ধমানে বাড়ির ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হল তৃণমূল পঞ্চায়েত সদস্যের।

বর্ধমানে বাড়ির ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হল তৃণমূল পঞ্চায়েত সদস্যের।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হল তৃণমূল পঞ্চায়েত সদস্যের। মৃতের নাম সাদেক শেখ (৫০)ওরফে কালো।তিনি পূর্ব বর্ধমানের বেলকাশ গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং প্রাক্তন উপপ্রধান ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে সাদেক শেখ নিজের দোতলা বাড়ির একতলার ব্যালকনিতে ঘোরাঘুরি করছিলেন। ব্যালকনিতে কোনো রেলিং ছিল না। হঠাৎই নিচে জোরে আওয়াজ শুনতে পেয়ে বাড়ির লোক নিচে নেমে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় সাদেক শেখ মাটিতে পরে রয়েছে। চেঁচামেচিতে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে দ্রুত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 
প্রতিবেশীরা জানিয়েছে,কি ভাবে এই ঘটনা ঘটল তা তাদের কাছে পরিষ্কার নয়। যদিও এই ঘটনায় সাদেক শেখের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আনা হয়নি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি সৃষ্টি হয়েছে রহস্যেরও। 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});