ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: রাস্তার পাশে লরির চাকা মেরামতির সময় লরির চালককে পিষে দিল একটি বেসরকারি বাস। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে জামালপুর থানা এলাকায় জাতীয় সড়কের ওপর। মৃত লরি চালকের নাম তসরফ আলি (৪৮)। তার বাড়ি উত্তর ২৪ পরগণার বাদুড়িয়া থানার দক্ষিণ শেরপুরে।
পুলিশ জানিয়েছে, তসরফ আলি শনিবার রাতে উত্তর ২৪ পরগণার বসিরহাট থেকে ছাঁট লোহা নিয়ে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দিকে যাচ্ছিল। জামালপুরের কাছে জাতীয় সড়কের ওপর হঠাৎই তার লরির পিছনের চাকায় গোলমাল দেখা দিলে সে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে চাকা মেরামত করছিল।সে সময় কোলকাতার দিক থেকে আসা একটি বেসরকারি ভলভো বাস তাকে চাপা দিয়ে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় তসরফকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।