Headlines
Loading...
বর্ধমানের কলিগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতির সরস্বতী পুজোকে ঘিরে ব্যাপক উন্মাদনা।

বর্ধমানের কলিগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতির সরস্বতী পুজোকে ঘিরে ব্যাপক উন্মাদনা।



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:সাম্প্রদায়িক সম্প্রীতির পাশাপাশি বাঙালির সুস্থ সংস্কৃতিকে তুলে ধরতে এক অনন্য নজির দেখা গেলো বর্ধমানের কলিগ্রাম হাটতলা বিদ্যুৎ সংঘের সরস্বতী পুজোয়। এবছর এই পুজো ১৫য় পা দিয়েছে। পুজোর মূল উদ্যোক্তা মহঃ সাইদুল ইসলাম,বিশ্বরূপ কৈবত্য,স্বরাজ ঘোষ প্রমুখরা জানান, এবছর এই পুজোর মূল আকর্ষণ ৩৫ফুটের প্রতিমা। আশপাশের মিরেরডাঙ্গা,টুবগ্রাম,কুড়মুন সহ বেশ কয়েকটি গ্রামের কচিকাঁচা থেকে সাধারণ মানুষ আসছেন প্রতিমা দর্শন করতে। তাঁরা জানান, কলিগ্রাম এলাকায় পুজো হলেও একসময় এই পুজো শুরু করার উদ্যোগ নিয়েছিলেন পাশের টুবগ্রামের বাসিন্দা তথা ব্যাবসায়ী মহঃ সাবির মিঞা। মূলত তাঁরই উদ্যোগে গ্রামের সকলকে নিয়ে প্রতিবছর মহা ধুমধামে আয়োজন করা হয় সরস্বতী পুজোর।
গ্রামের হিন্দু-মুসলিম সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পুজোর সামগ্রিক বিষয় দেখাশোনা করেন। সম্প্রীতির এই সরস্বতী পুজোকে ঘিরে তাই ব্যাপক উন্মাদনা থাকে এলাকাজুড়ে।
পুজো কমিটির সম্পাদক মহম্মদ স্বরাজ ঘোষ জানিয়েছেন, ১৫তম বর্ষে তাদের এবারে সরস্বতী পুজোর থিম এই বাংলার সুস্থ সংস্কৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। নজর কাড়তে তাই এবার প্রতিমা গড়া হয়েছে ৩৫ ফুটের। বাজেট প্রায় ২ লক্ষ টাকা। স্বরাজ ঘোষ জানিয়েছেন, আগামী ৭দিন ধরে আয়জন করা হয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের। বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে আদিবাসী নাচ, রণপা,রাইবেশে, ছৌনাচ,সাঁওতালি নৃত্য,শান্তিনিকেতনের ঝুমুর নাচের দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও স্থানীয় স্কুল পড়ুয়ারা পরিবেশন করবে নাচ গান। থাকবে বসে আঁকো প্রতিযোগিতা,কুইজ কম্পিটিশন,ম্যাজিক শো সহ বিভিন্ন অনুষ্ঠান।শেষ দিনের মুখ্য আকর্ষণ বাজি পোড়ানো আর খিচুড়ি ভোগ।
                                                                                                          ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});