ফোকাস বেঙ্গল ডেস্ক,দক্ষিণ দিনাজপুরঃ
আইনকে মান্যতা দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় জাতীয় সড়কের ধার থেকে মদের দোকান সরতেই বেড়েছে লাইন হোটেল গুলিতে অবৈধ মদের রমরমা কারবার। এখানেই শেষ নয়, জাতীয় সড়কের ধারে প্রায় প্রতিদিনই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে লাইন হোটেল। সামনে থেকে লাইন হোটেল লেখা থাকলেও তার ভিতরে চলছে অবৈধ মদের কারবার। বিকেল থেকে অধিক রাত অবধি লাইন হোটেল গুলিতে চলছে এসব কারবার।
আইনকে মান্যতা দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় জাতীয় সড়কের ধার থেকে মদের দোকান সরতেই বেড়েছে লাইন হোটেল গুলিতে অবৈধ মদের রমরমা কারবার। এখানেই শেষ নয়, জাতীয় সড়কের ধারে প্রায় প্রতিদিনই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে লাইন হোটেল। সামনে থেকে লাইন হোটেল লেখা থাকলেও তার ভিতরে চলছে অবৈধ মদের কারবার। বিকেল থেকে অধিক রাত অবধি লাইন হোটেল গুলিতে চলছে এসব কারবার।
হিলি-গাজোল ৫১২ নং জাতীয় সড়কের ধারে হিলি থেকে বালুরঘাট, গঙ্গারামপুর, বংশীহারি সর্বত্রই দেখা মিলছে এসব অবৈধ কারবারীদের।
তবে প্রশ্ন, কোর্টের নির্দেশ মেনে বৈধ ব্যবসায়ীদের জাতীয় সড়কের ধার থেকে সরানো হলেও অবৈধ এইসব ব্যবসায়ীরা কিভাবে লাইন হোটেলের আড়ালে রমরমা মদের কারবার চালাচ্ছেন? স্থানীয় বসবাসকারীদের অভিযোগ,আবগারী দপ্তরের কর্মকর্তারা কি এসব দেখতে পাচ্ছেন না, না কি জেনে বুঝেও চুপ করে রয়েছেন, উঠেছে আবগারী দপ্তরের বিরুদ্ধে একগুচ্ছ প্রশ্ন।
স্থানীয় ভাবে জানা গিয়েছে,সন্ধ্যার অন্ধকার নামতেই লাইন হোটেল গুলিতে যুবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেলেও, পুলিশই বা কেন নিশ্চুপ? বৈধ মদ কারবারীদের একাংশের অবশ্য দাবি, পুলিশ ও আবগারী দপ্তরের কর্মীদের যোগসূত্রেই নাকি চলছে এসব অবৈধ কারবার।
আবগারি দপ্তরের সুপারিন্টেনডেন্ট শুভেন্দু শেঠ জানিয়েছেন, এ জেলাতে তিনি নতুন এসেছেন। তাই সেভাবে এসব বিষয় তার জানা নেই।তবে অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।