Headlines
Loading...
অবাধে চলছে বালি চুরি, হুঁশ নেই প্রশাসনের, সঙ্কটে আত্রেয়ী

অবাধে চলছে বালি চুরি, হুঁশ নেই প্রশাসনের, সঙ্কটে আত্রেয়ী


ফোকাস বেঙ্গল ডেস্ক,দক্ষিণ দিনাজপুরঃ আত্রেয়ীর বুকে বালির কৃত্রিম বাঁধ দিয়ে নদীর গতিপথ আটকালো বালি মাফিয়ারা। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের নাকের ডগায় দিনরাত এককরে চলছে অবৈধভাবে বালি তোলার কাজ। মাফিয়াদের দৌরাত্ম্যে শিকেয় উঠেছে এলাকার চাষ আবাদ। বালুরঘাট শহর থেকে সামান্য দূরে পাগলীগঞ্জের রাজাপুর এলাকায় কিছুদিন ধরে এমন অবৈধ কারবার চললেও কোনো অজানা কারণে নিশ্চুপ প্রশাসন। আত্রেয়ীর বুকে বার বার বালি মাফিয়াদের লাগামহীন দৌরাত্ম্য অব্যাহত থাকলেও প্রশাসনের কেন কোনো সক্রিয় নজরদারি নেই সেই প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দাদের একাংশ। এব্যাপারে জেলাশাসকের সক্রিয় হস্তক্ষেপের দাবিও জানিয়েছেন এলাকাবাসী
বালুরঘাট ব্লকের পাগলীগঞ্জ রাজাপুর এলাকায় আত্রেয়ীর বুকে প্রথমে বাঁশ এবং তারপর দেওয়া হয়েছে বিশাল এলাকা জুড়ে বালির অস্থায়ী বাঁধ। যার কারনে ওই এলাকায় একপ্রকার বন্ধ হয়ে পড়েছে নদীর গতিপথ। নালার আকারে চলছে আত্রেয়ীর জলপ্রবাহ। নদীর গতিপথ এমনভাবে আটকানোয় বিরাট এলাকাজুড়ে নদীতে চর পড়েছে। আর সেখান থেকেই জেসিবি ও ট্রাক্টর দিয়ে তোলা হচ্ছে বালি।
বেশ কয়েক মাস ধরে এলাকার বালি মাফিয়ারা এসব চালালেও নজর নেই জেলা প্রশাসনের। এদিকে এমনভাবে বালির চর দখলের ফলে এলাকার তরমুজ চাষীরা এই মরশুমে পড়েছেন চরম বিপাকে। চাষ করতে গেলে বালি মাফিয়াদের তরফে দেওয়া হচ্ছে শাসানিও। যা নিয়ে একপ্রকার দুশ্চিন্তায় পড়েছে এলাকার কৃষকরা। আত্রেয়ীর গতিপথ এভাবে আটকে পড়লে পুরসভার উদ্যোগে বাড়ি বাড়ি জলসরবরাহ প্রকল্পও যে আগামীতে মুখ থুবড়ে পড়তে চলেছে সেটা বলাই বাহুল্য।
এলাকার এক যুবক জয় চৌধুরী বলেন, বেশকিছু দিন ধরেই এভাবে নদীর উপর বালি বাধ দিয়ে জল আটকে ব্যবসা চালাচ্ছে বালি মাফিয়ারা। নদীর গতিপথকে এখানে পরিবর্তন করা হয়েছে। যার জেরে তাদের এলাকার কৃষকরা সমস্যায় পড়েছেন। বিষয়টি প্রশাসনের অত্যন্ত গুরুত্বের সাথে দেখা উচিত।
অতিরিক্ত জেলাশাসক কৌশিক নাগ জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা না থাকলেও গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});