Headlines
Loading...
বর্ধমানে ঘুড়ি ধরতে গিয়ে খোলা তারে বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু বালকের।

বর্ধমানে ঘুড়ি ধরতে গিয়ে খোলা তারে বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু বালকের।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ঘুড়ি ধরতে গিয়ে খোলা তারে বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দশ বছরের এক বালকের। মঙ্গলবার সকালে ঘটনাটি  ঘটছে বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর চারখাম্বা এলাকায়। মৃত বালকের নাম অনিমেষ ঘোষ ( ১০)। বাজেপ্রতাপপুর শিবতলা এলাকায় তার বাড়ি। চারখাম্বার বাসিন্দা সবিতা দেবী জানান, তিনিই এদিন সকাল ১১ টা নাগাদ প্রথম শিশুটিকে নির্মীয়মান রেলওয়ে ওভারব্রিজের  খোলা বিদ্যুৎবাহী তারের ওপর পড়ে থাকতে দেখেন। তিনি তড়িঘড়ি শিশুটির চোখেমুখে জল দিতে গিয়ে নিজেও বিদ্যুতের শক খান। সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন শিশুটি বিদ্যুস্পৃষ্ট হয়েছে। তাঁর চিৎকারে লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
এদিকে এই ঘটনার পরেই স্থানীয় লোকজন বিক্ষোভ দেখতে শুরু করেন। বিক্ষোভের জেরে ছুটে আসেন আর ও বি কাজে যুক্ত কর্মীরা। অভিযোগ, আর ও বি - এর কাজের জন্যই বিদ্যুতের তার খোলা অবস্থায় পরে ছিল। শিশুটি ঘুড়ি ধরতে গিয়ে ওপরের দিকে তাকিয়ে ছোটার সময় সেই তার দেখতে পায়নি। 
                                                                                                                            ছবি - সুরজ প্রসাদ 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});