
ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার:আবার গতির বলি এক যুবক। বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ বর্ধমান থানার হলদি ব্রিজের কাছে দ্রুত গতিতে যাওয়ার সময় একটি ট্রাক্টারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহীর। স্থানীয় সূত্রে জানা গেছে ওই যুবকের নাম বিপ্লব ঢালী (২৫)। বাড়ি ভাতার থানার নবাব নগর ক্যাম্পের কাছে। ঘটনার পর বর্ধমান থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে আটটা নাগাদ বর্ধমানের দিক থেকে পালসার ২২০ বাইক নিয়ে প্রচন্ড গতিতে ভাতারের দিকে আসার সময় প্রথমে আলমপুর পেট্রল পাম্পের কাছে একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে ওই বাইকটির। কোনো রকমে তখন সামলে নিয়ে ফের দ্রুত গতিতে যাওয়ার সময় হলদি ব্রিজের নিচে একটি ট্রাক্টারে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে ট্রাক্টরটি রাস্তার পাশে জমিতে নেমে যায়। বাইকটি ছিটকে পরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। স্থানীয়দের অনেকে জানিয়েছেন,বাইক আরোহী মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। যুবকের ব্যাগে থাকা ঠিকানা ও ফোন নম্বর নিয়ে স্থানীয় লোকেরাই বাড়িতে খবর দিয়ে দেন। জানা গেছে ওই যুবক কলকাতার একটি কোম্পানিতে কাজ করতেন।
