ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: শুক্রুবার পূর্ব বর্ধমানের জোতরামে অনুষ্ঠিত হল ১৪তম সাঁওতালি ভাষা বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান। বাম ৭০ মাইল জুয়ৌন জুমিৎ গাঁওতার পরিচালনায় এবং বর্ধমান জেলা জাহেরের সহযোগিতায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি দেবু টুডু,পূর্ব বর্ধমানের গ্রন্থাগার আধিকারিক সুমন্ত বন্দ্যোপাধ্যায়,বিদ্যুৎ কর্মাধক্ষ শান্তনু কোঙার সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে বর্ধমান জেলা আদিবাসী গ্রন্থাগারের উদ্বোধন করা হয়। পূর্ব বর্ধমান ছাড়াও আশেপাশের বেশ কয়েকটি জেলার সাঁওতাল সম্প্রদায়ের মানুষ এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এদিন এই অনুষ্ঠানে আদিবাসী সঙ্গীত-নৃত্যের পাশাপাশি পরিবেশিত হয় সাঁওতালি ভাষায় কবিতা,গান প্রভৃতি।
ছবি - সুরজ প্রসাদ