Headlines
Loading...
শস্যগোলা বর্ধমানের খণ্ডঘোষে কৃষক আত্মঘাতি।

শস্যগোলা বর্ধমানের খণ্ডঘোষে কৃষক আত্মঘাতি।

ফোকাস বেঙ্গল ডেস্ক,খণ্ডঘোষ: আবার কৃষক আত্মঘাতী হওয়ার ঘটনা ঘটলো শস্যগোলা পূর্ব বর্ধমানে। ভাতাড়ের পর এবার কৃষক আত্মঘাতী হল খণ্ডঘোষে। আত্মঘাতী কৃষকের নাম আশীষ মন্ডল (৪১)। বাড়ি দক্ষিণ দামোদরের খণ্ডঘোষের মাসিলা গ্রামে। মৃতের আত্মীয় অশেষ মণ্ডল এবং অশোক পাল জানিয়েছেন, বছর তিনেক আগে প্রায় আশীষবাবু ৮০ হাজার টাকা কৃষি ঋণ নিয়েছিলেন খণ্ডঘোষের গ্রামীণ ব্যাংকের নিশ্চিন্তপুর শাখা থেকে। কিন্তু তারপর থেকে ধারাবাহিক ফসলের ক্ষতির জন্য ঋণ শোধ করতে পারে নি। গত আলু চাষে ব্যাপক ফলন হলেও দামের অভাবে আলু এখনো হিমঘরেই মজুত আছে। লোকশানের জন্য আলু বিক্রি করেন নি। তারপর বোরো চাষের ফলন দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হয় শিলাবৃষ্টি ও ঝড়ে। এবার ২০ বিঘে জমিতে আমন ধানের চাষ করে ছিলেন আশীষবাবু। সাত বিঘের জমির ধান বৃষ্টিতেই নষ্ট হয়। তারপর শোষক পোকার আক্রমণে আমনের ফলনও কমে যায়। ফলে সম্প্রতি মানষিক অবসাদে ভুগছিলেন। একইসঙ্গে ব্যাংকের পক্ষ থেকেই ঋণ শোধের জন্য চাপ চলছিল বলে তাঁরা জানিয়েছেন। আর তার জেরেই গতকাল সন্ধ্যায় বাড়ির পাশেই কীটনাশক খান। আশঙ্কাজনকভাবে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত্রেই সেখানেই তার মৃত্যু হয়
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});