ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:সরকারী ঘোষণা অনুসারে বুধবার প্রথম ডেঙ্গুতে মৃত্যুর ঘটনায় রীতিমত আলোড়ন তৈরী হলো পূর্ব বর্ধমান জেলা জুড়ে।প্রথম ডেঙ্গুর বলি হল ৭ বছরের সমাপ্তি মেটে। মৃত কিশোরীটির বাড়ি গলসী থানার বিক্রমপুর গ্রামে। গত ২ নভেম্বর জ্বরে আক্রান্ত হওয়ায় প্রথম তাকে ভর্তি করা হয় আদরাহাটি স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে কয়েকদিন ভর্তি থাকার পর অবস্থার অবনতি হওয়ায় গত ৮ নভেম্বর তাকে নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর বুধবার দুপুর ১২টায় তার মৃত্যু হয়। বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের ডেপুটি সিএমওএইচ-২ সুনেত্র মজুমদার জানান, আদরাহাটি স্বাস্থ্যকেন্দ্র থেকে সমাপ্তিকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসার সময়ই তার স্বাস্থ্যের চরম অবনতি ঘটেছিলো। কার্যত তার মাল্টি অরগ্যান ফেলিওর হয়। কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা শেষ পর্যন্ত তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। তিনি জানান, এখনও পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় মোট ৩১০জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সমাপ্তির মৃত্যুর ঘটনায় প্রথম।
ছবি - ইন্টারনেট

