ফোকাস বেঙ্গল ডেস্ক,মঙ্গলকোট:রাজ্য জুড়ে বিজেপির নোটবন্দির বর্ষপূর্তির প্রতিবাদে তৃণমূলের কালা দিবস পালনের দিনেই পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠলো। বুধবার সন্ধ্যায় প্রায় ২০ - ২৫ জন দুস্কৃতির একটি দল লোহার রড,লাঠি,চেন প্রভৃতি নিয়ে আক্রমণ করলো খোদ মঙ্গলকোটের পোদিমপুরে বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর পার্টি অফিস। মন্ত্রীর অনুপস্থিতিতে আচমকা এই আক্রমণে দিশেহারা দলের কর্মীরা। স্থানীয় তৃণমূল কর্মীরা জানিয়েছেন, দুষ্কৃতীরা পার্টি অফিসের কাঁচের জানলা গুলো ভেঙে দিয়েছে। অফিসের ভিতরে ঢোকারও চেষ্টা করেছিল তারা। কেয়ারটেকার দ্রুত গেট বন্ধ করে দেওয়াতে দুষ্কৃতীরা ঢুকতে পারেনি। অফিসের সামনে একটি চায়ের দোকানে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। কর্মীদের অভিযোগ,পুলিশ ঘটনাস্থলে এসে ঘুরে দেখে চলে গেছে। তারা এও জানান,পুলিশ চলে যাবার পর ওই দুষ্কৃতীদের দল আবার ঘুরে এসে লাঠি,রড দিয়ে ভাঙচুর করে বোমা মারতে মারতে চলে যায়। স্বাভাবিক ভাবেই ভর সন্ধ্যা বেলায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

