Headlines
Loading...
কালনা শহরকে ঢেলে সাজাতে প্রশাসন ও পুরসভার পদযাত্রা।

কালনা শহরকে ঢেলে সাজাতে প্রশাসন ও পুরসভার পদযাত্রা।

পল্লব ঘোষ,কালনা: শহরকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে কালনা প্রশাসন। ঐতিহাসিক এই শহরকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে কালনা প্রশাসন ও পুরসভা। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। আধুনিক ও উন্নত শহর রূপে কালনাকে সাজিয়ে তুলতে তাই প্রথমেই যানজট সমস্যাকে গুরুত্ব দিয়েছে প্রশাসন। মঙ্গলবার শহরের রাস্তা জবর দখলকারিদের সঙ্গে বৈঠকের পর বুধবার দখলকারিদের সরে যাবার আবেদন নিয়ে পদযাত্রা করলেন কালনা প্রশাসন ও পুরসভা। এদিন পদযাত্রায় পা মেলালেন কালনা মহকুমা শাসক নীতিন সিংহানিয়া, পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ, অন্যান্য সরকারি আধিকারিক, কাউন্সিলর সহ সাধারণ মানুষ। এদিন যাত্রা পথে রাস্তার দুইধারে জবর দখলকারিদের সাতদিনের মধ্যে রাস্তা থেকে সরে যাবার জন্য অনুরোধ জানান আধিকারিকরা। উল্লেখ্য,এদিন কালনা শহরের তেঁতুলতলা মোড় থেকে পদযাত্রা শুরু করে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই পদযাত্রা।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});