ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া: নোট বাতিলের একটা বছর পার হয়ে গেল, কালো টাকা কোথায় গেল, 'রেশন এখন চিনি হীন, সাথে এক কাপ কেরোসিন,সাবাস সাবাস আচ্ছে দিন'।
বিজেপির বিরুদ্ধে এরকমই একগুছ অভিযোগ তুলে বাঁকুড়া শহরে পদযাত্রার আয়োজন করলো বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস। এদিন লালবাজার থেকে তৃনমূল নেতা,কর্মী ও সমর্থকদের এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা তৃনমূল সভাপতি তথা ওন্দার বিধায়ক অরূপ খাঁ , জেলার দলের কার্য্যকারি সভাপতি তথা জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তী,রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা, পুরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত, উপ-পৌরপ্রধান দিলীপ আগরওয়াল প্রমুখ নেতৃবৃন্দ। এই মিছিল শেষে এক সভায় সকল বক্তা বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় সরকারের নোটবন্দির তীব্র সমালোচনা করেন। পাশাপাশি এদিনের এই সভা থেকে বিজেপিকে ভারত ছাড়া করার ডাক দেওয়া হয়।

