Headlines
Loading...
 বর্ধমান ১ পঞ্চায়েত সমিতি ও ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রক্তদান ও মরণোত্তর দেহদান অনুষ্ঠান।

বর্ধমান ১ পঞ্চায়েত সমিতি ও ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রক্তদান ও মরণোত্তর দেহদান অনুষ্ঠান।


ফোকাস বেঙ্গল ডেস্ক;পূর্ব বর্ধমান: বর্ধমান ১ পঞ্চায়েত সমিতি ও ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বুধবার বর্ধমানের পালিতপুরে পঞ্চায়েত সমিতির অফিস প্রাঙ্গনে রবীন্দ্র নুজরুল মঞ্চে রক্তদান ও মরণোত্তর দেহ দান অনুষ্ঠানের আয়োজন করা হলো। এদিন এলাকার ৫৪ জন স্বেচ্ছায় পুরুষ ও মহিলা রক্ত দান করেন। পাশাপাশি এদিন ৬ জন মহিলা সহ ২২ জন মরণোত্তর দেহ দানের অঙ্গীকার করেন। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি দেবু টুডু, জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব,বর্ধমান ১ পঞ্চায়েতের বিডিও দেবদুলাল বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী দাস রজক, কাকুলি গুপ্ত সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ।


এদিন উল্লেখযোগ্য ভাবে মরণোত্তর দেহ দানে অঙ্গিকার বদ্ধ হন খোদ পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী দাস রজক, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সঞ্জয় কোনার প্রমুখ। এদিন রক্তদান শিবির থেকে সংগৃহিত রক্ত সংগ্রহ করে বর্ধমান ব্লাড ব্যাঙ্ক কতৃপক্ষ।
                                                                                                                     ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});