Headlines
Loading...
পাঁশকুড়ায় প্রসুতি মৃত্যু ঘটনায় নার্সিংহোম ভাঙ্গচুরের ঘটনায় চাঞ্চল্য।

পাঁশকুড়ায় প্রসুতি মৃত্যু ঘটনায় নার্সিংহোম ভাঙ্গচুরের ঘটনায় চাঞ্চল্য।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পাঁশকুড়া: 
নার্সিংহোমের গাফিলতির কারনে এক প্রসুতির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল পাঁশকুড়ায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেছগ্রাম এলাকায়। এদিন মেছগ্রামের নিউ সারদা নার্সিংহোমে সকাল ১০টা নাগাদ এক প্রসুতির মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগ তুলে পরিবারের লোকেরা ভাঙচুর চালায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,আজ সকাল ৮ টা নাগাদ কোলাঘাটের উমারাণী হাজরা(৩৩) নামে এক প্রসূতিকে  পিসসব যন্ত্রণা নিয়ে নিউ সারদা নার্সিং হোমে ভর্তি করে পরিবারের লোকেরা। চিকিৎসক অস্ত্রোপচার করে। সুস্থভাবে এক পুত্র সন্তানের জন্ম দিলেও উমারানী মারা যায়।
 
স্বামী রবীন্দ্রনাথ হাজরার অভিযোগ, সিজারের সময় নার্সিংহোম কতৃপক্ষের গাফিলতির জন্যেই  মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীর। এরপরই উত্তেজিত পরিবারের লোকেরা নার্সিংহোমে ভাঙচুর চালায়। 
ঘটনার খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিরন্ত্রণে আনে। তবে ঘটনার পর থেকে নার্সিংহোম কতৃপক্ষ গা ঢাকা দেওয়ায় কতৃপক্ষের কোন মন্তব্য জানা যায়নি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});