Headlines
Loading...
আবার নন্দীগ্রাম। রাতের অন্ধকারে গ্রামের রাস্তা কেটে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য।

আবার নন্দীগ্রাম। রাতের অন্ধকারে গ্রামের রাস্তা কেটে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য।


ফোকাস বেঙ্গল ডেস্ক,নন্দীগ্রাম: এক সময় জমি আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল নন্দীগ্রাম। তখন গ্রামের রাস্তা কাটা হয়েছিল বহু জায়গায়। আর তৎকালীন বামফ্রন্ট সরকারের পতন  হয়েছিল। সেই নন্দীগ্রামেই দীর্ঘদিন বেহাল রাস্তার উন্নয়ন না হওয়ায় আবার রাস্তা কেটে দিলো গ্রামবাসীরা। যা নিয়ে নতুন করে রাজনৈতিক ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার মনুচক থেকে বেতমুনি বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার দশা বেহাল। এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি এই রাস্তা হয় ঢালাই বা পিচ রাস্তায় সংস্কার করা হোক। প্রশাসনের সমস্ত স্তরে এই ব্যাপারে জানিয়েছে বলেও গ্রামবাসীদের দাবি। কিন্তু রাস্তার হাল ফেরেনি। মেরামতি হয়নি রাস্তা। তাই রাস্তা কেটে বিক্ষোভ দেখাল এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রায় আট থেকে দশটি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করে। সেই সাথে এলাকার চারটি স্কুলের  ছাত্রছাত্রীরাও নিয়মিত স্কুলে যাতায়াত করে থাকে।মোরাম রাস্তার বেহাল দশা  প্রত্যেক দিন ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। আর বর্ষাকাল হলেই পথ চলতি মানুষজনের  দুর্ভোগের শেষ থাকে না।


গ্রামবাসীরা জানান,পঞ্চায়েত প্রধান, নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি, নন্দীগ্রামের বি ডি ও কে জানিয়েও কোন লাভ এর লাভ কিছু হয়নি।গতকাল বেহাল রাস্তা নিয়ে গ্রাম সংসদ বসার কথা ছিল। কিন্তু সেই সভায় প্রধান সহ প্রসাসনিক কর্তারা কেউই  আসেননি।  আর তাই ক্ষিপ্ত হয়ে রাতের অন্ধকারে গ্রামবাসিরা রাস্তা কেটে দেয় তিন জায়গায়।  নরসিংহপুর, বাওখাবাড়, ভেকুটিয়া তিনটি গ্রামের  তিন জায়গায় কোথাও পাঁচ ফুট কোথাও চার ফুট করে রাস্তা কেটে দেওয়া হয়েছে। আর এতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রাম জুড়ে।

তবে নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি সেক আবু তাহের জানান,  ওই গ্রাম পঞ্চায়েত থেকে বা গ্রামবাসিরা  বিডিও বা পঞ্চায়েত সমিতিকে লিখিত বা মৌখিক ভাবে এর আগে কিছুই জানায়নি।  নন্দীগ্রামে উন্নয়ন চলছে। বর্ষায় বেশ কিছু রাস্তা খারাপ হয়েছে। তা দ্রুত সারানো হবে।.তবে কারা রাস্তা কেটেছে তাদের বিষয়ে  খোঁজখবর নেওয়া হচ্ছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});