ফোকাস বেঙ্গল ডেস্ক,হলদিয়া: বাসের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। রবিবার সন্ধ্যা সাড়ে ৫'টা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ভবানীপুর থানার ডিঘাসিপুরে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। মৃতের পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,৫০ বছর বয়স্কা এক মহিলা হলদিয়া মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়ক পারাপার হওয়ার সময় হলদিয়াগামী একটি বাস ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার পরেই স্থানীয় মানুষ রাস্তায় মৃতদেহ ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।
স্থানীয়দের অভিযোগ,জাতীয় সড়কের দু ধারে সারি করে লরি দাঁড়িয়ে থাকার কারনে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয় নিত্যযাত্রীদের। তাদের দাবি অবিলম্বে রাস্তার ধার থেকে লরি সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি গাড়ির গতি নিয়ন্ত্রনের ব্যবস্থা করতে হবে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,৫০ বছর বয়স্কা এক মহিলা হলদিয়া মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়ক পারাপার হওয়ার সময় হলদিয়াগামী একটি বাস ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার পরেই স্থানীয় মানুষ রাস্তায় মৃতদেহ ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।
স্থানীয়দের অভিযোগ,জাতীয় সড়কের দু ধারে সারি করে লরি দাঁড়িয়ে থাকার কারনে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয় নিত্যযাত্রীদের। তাদের দাবি অবিলম্বে রাস্তার ধার থেকে লরি সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি গাড়ির গতি নিয়ন্ত্রনের ব্যবস্থা করতে হবে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ। স্থানীয়দের দাবি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হলে বিক্ষোভকারিরা বিক্ষোভ তুলে নেয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।