Headlines
Loading...
বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে অনাথ শিশুদের কম্বল বিতরণ।

বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে অনাথ শিশুদের কম্বল বিতরণ।


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্বস্থলী: রবিবারের সকালটা ওদের কাছে হয়ে উঠলো একটু অন্যরকম। শীতের আগেই ওদের হাতে তুলে দেওয়া হলো গরম কম্বল। ছোট ছোট হাতে কম্বলগুলো ধরে ওদের কি খুশি। বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে পূর্বস্থলী ১ ব্লকের দামোদরপাড়া অনাথ ও বৃদ্ধাশ্রম হোমের শিশুদের হাতে তুলে দেওয়া হলো ৭০টি কম্বল।


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ঋষিগোপাল মন্ডল, এডভাইসারী কমিটির চেয়ারম্যান ও সহ সভাপতি অরূপ চৌধুরী, সম্পাদক সোমনাথ ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, সহ সম্পাদক বিকাশ দাস, সুরজ প্রসাদ,সুপারভাইসর প্রাণগোপাল দেবনাথ, স্থানীয় প্রধান শিক্ষক বিশ্বজিৎ আইচ ও রথীন সাঁতরা সহ আশ্রমের অন্যান্য আধিকারিকরা।


এইদিনের অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকের হাতে গাছের চারা তুলে দেন গাছ মাস্টার অরূপ বাবু। পাশাপাশি বৃক্ষরোপনও করেন তিনি। সংস্থার সভাপতি ঋষিগোপাল মন্ডল বলেন,বর্ধমান সহযোদ্ধা সারা বছর ধরে নানান সামাজিক কর্মসূচি গ্রহণ করে আসে। তবে শীতের আগে কম্বল বিতরণ একটি মহৎ কর্মসূচি।ছোট ছোট শিশু,বয়স্ক মানুষদের উপকারে আসবে। ভবিষ্যতেও আমরা এমনি সামাজিক কাজ করে মানুষের পাশে থাকতে চাই।
                                                                                                                      ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});