Headlines
Loading...
কালনায় বিপর্যয় মোকাবিলায় প্রশিক্ষণ শিবির।

কালনায় বিপর্যয় মোকাবিলায় প্রশিক্ষণ শিবির।




পল্লব ঘোষ,কালনা:কালনা মহকুমা বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্যোগে কালনা মহকুমার ৫০জন যুবককে নিয়ে পাঁচদিনের প্রশিক্ষণ শিবির শুরু শুরু হয়েছে। বৃহস্পতিবার সেই প্রশিক্ষণের অঙ্গ হিসাবে ভাগীরথী নদীতে চললো বিশেষ প্রশিক্ষণ। জেলার পাঁচজন প্রশিক্ষক এদিন যুবকদের কিভাবে জলের নিচে নেমে উদ্ধারকাজের সময় উপরে সংকেত পাঠাতে হয়, অক্সিজেন সিলিণ্ডার কি ভাবে ব্যবহার করতে হয় ও কেউ জলে ডুবে গেলে ঠিক কি করণীয় ইত্যাদি হাতে কলমে শেখান। এদিন প্রশিক্ষণ চলাকালীন গঙ্গার ঘাটে উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিক কমল চক্রবর্তী।
কমলবাবু বলেন, আরো উন্নত প্রশিক্ষণের জন্য এখান থেকে কয়েকজনকে কলকাতায় পাঠানো হবে। পরবর্তীতে প্রশিক্ষিতদের মহকুমার বিপর্যয় মোকাবিলা কাজে নামানো হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});