ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:বর্ধমানের ওরিয়েন্টাল এসোসিয়েশন ফর এডুকেশন এন্ড রিসার্চ এর চারদিন ব্যাপী ১৮তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হলো রবিবার। গত ২৩নভেম্বর থেকে রবিবার পর্যন্ত দেওয়ানদিঘির বর্ধমান মডেল স্কুল প্রাঙ্গনে বর্ধমান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার সায়েন্স, ওরিয়েন্টাল ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি,বর্ধমান মডেল স্কুল,বর্ধমান ইনস্টিটিউট অফ মেডিকেল এন্ড লাইফ সায়েন্স এবং ওরিয়েন্টাল ইনস্টিটিউট অফ হেল্থ সায়েন্স এর প্লে গ্রুপ থেকে শুরু করে কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
সারা বছর পড়াশোনার ব্যাগ যাদের কাঁধে থাকে, সেই কচিকাচারা নানান সাজে 'মেসমেরাইজ'এর মঞ্চ মাতালো ৷ একই ক্যাম্পাসে থাকা অন্যান শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হলো। স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক অচিন্তকুমার মন্ডল বলেন, সাংস্কৃতিক বাতাবরণে ছাত্রছাত্রীদের বড়ো করে তোলার লক্ষে এবং নাচ,গান,খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতে আরো মনোযোগী করে তুলতে প্রতি বছর এই উৎসব পালন করা হয়।
ছবি - সুরজ প্রসাদ