ফোকাস বেঙ্গল ডেস্ক,হলদিয়া: মাস তিনেক আগে সম্বন্ধ করে বিয়ে হয়েছিল হলদিয়ার ভবানীপুর থানার চকদীপা গ্রামের সেখ জাহাঙ্গীর মল্লিকের সাথে সুতাহাটা থানার চকলালপুরের বছর ২০ মঞ্জিরার। বধূর গায়ের রং কালো এই অভিযোগে বিয়ে পর থেকেই শশুরবাড়ির লোকেরা বধূর ওপর মারধর,মানসিক নির্যাতন চালাতো। প্রায়ই এই নিয়ে পরিবারে অশান্তি হতো।
সোমবার দুপুরে বাড়ির মধ্যে বধূর অগ্নিদগ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। থানার খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠায়। মৃতার পরিবারের অভিযোগ শশুবাড়ির লোকেরা গৃহবধুর গায়ে আগুন লাগিয়ে খুন করেছে।
মৃত গৃহবধূরর বাপের বাড়ির লোক স্বামী সহ শশুরবাড়ির লোকের বিরুদ্ধ খুনের অভিযোগ দায়ের করেছে থানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে স্বামী সহ বাড়ির অন্যান্যরা পলাতক।
মৃতার ভাই সহকত আলির অভিযোগ, বোনের গায়ের রং কালো হওয়ায় প্রতিনিয়ত গঞ্জনা শুনতে হতো বোনকে। স্বামী সহ শশুরবাড়ির লোকেরা পরিকল্পিত ভাবে বোনকে খুন করেছে। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে কড়া শাস্তির ব্যবাস্থা করতে হবে।
ভবানীপুর থানার ওসি গোপাল পাঠাক জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তরা পালিয়েছে। তাদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।
সোমবার দুপুরে বাড়ির মধ্যে বধূর অগ্নিদগ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। থানার খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠায়। মৃতার পরিবারের অভিযোগ শশুবাড়ির লোকেরা গৃহবধুর গায়ে আগুন লাগিয়ে খুন করেছে।
মৃত গৃহবধূরর বাপের বাড়ির লোক স্বামী সহ শশুরবাড়ির লোকের বিরুদ্ধ খুনের অভিযোগ দায়ের করেছে থানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে স্বামী সহ বাড়ির অন্যান্যরা পলাতক।
মৃতার ভাই সহকত আলির অভিযোগ, বোনের গায়ের রং কালো হওয়ায় প্রতিনিয়ত গঞ্জনা শুনতে হতো বোনকে। স্বামী সহ শশুরবাড়ির লোকেরা পরিকল্পিত ভাবে বোনকে খুন করেছে। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে কড়া শাস্তির ব্যবাস্থা করতে হবে।
ভবানীপুর থানার ওসি গোপাল পাঠাক জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তরা পালিয়েছে। তাদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।