
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:শনিবার রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ ইয়নিয়নের বর্ধমান জেলা কমিটির উদ্যোগে বর্ধমান পাওয়ার হাউস সভাগৃহে একটি কর্মিসভা আয়োজিত হলো। রাজ্য ও জেলা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে এদিন বিদ্যুৎ দফতরের কর্মীদের বর্তমান পরিস্থিতির সার্বিক পর্যালোচনা ও আগামীদিন আরও উন্নতমানের গ্রাহক পরিষেবার ব্যাপারে শপথ নেওয়া হয়।
এদিন সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের রাজ্য কমিটির সভাপতি রণেন রায়, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সুজিত চক্রবর্তী, আইএনটিইউসি এর রাজ্য নেতা তথা রাজ্য সম্পাদক অরুন নন্দী, জেলা সভাপতি মদন রায় প্রমুখ।
এদিন সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের রাজ্য কমিটির সভাপতি রণেন রায়, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সুজিত চক্রবর্তী, আইএনটিইউসি এর রাজ্য নেতা তথা রাজ্য সম্পাদক অরুন নন্দী, জেলা সভাপতি মদন রায় প্রমুখ।
বক্তারা এদিন কর্মীদের দাবি দাওয়ার প্রসঙ্গে আলোকপাত করেন। দফতরের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ঠিকাদার কর্মী যেমন বিলিং,রিডিং,সিএফও, মোবাইল ভ্যানের সঙ্গে যুক্ত কর্মী, ড্রাইভার, পিটিএস সহ সমস্ত ঠিকাকর্মীদের মর্যাদাপূর্ণ বেতন ও ব্যবস্থা প্রদানের দাবিতে সোচ্চার হন।
ইউনিয়নের নেতা অরুন নন্দী বলেন, বিদ্যুৎ দফতরের প্রশাসনের একাংশের কাজে কর্মমুখী সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে না। আধিকারিক পরিচলন সংস্কৃতি অনুসৃত হচ্ছে। এদিন এই ব্যবস্থার পরিবর্তনের দাবি জানানো হয়েছে।
ছবি - সুরজ প্রসাদ
