ফোকাস বেঙ্গল নিউজ ডেস্ক: রাজ্যে বিজেপি কর্মী ও নেতাদের উপর শাসকদল ও তার পুলিশের হামলার প্রতিবাদে শনিবার রাজ্য জুড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। জেলায় জেলায় প্রতিবাদের পাশাপাশি এদিন তমলুক ও বর্ধমানেও যুব মোর্চা মিছিল ও রাস্তা অবরোধ করে।
বিজেপি রাজ্য সভাপতি মলয় সিনহা এদিন জানিয়েছেন, রাজ্যে একটি প্রতিষ্ঠান ( বিশ্ব বাংলা) যার মালিক রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিষ্ঠানকে আড়াল করার চেস্টা করছে রাজ্য সরকার। তার প্রতিবাদ করায় আমাদের নেতা ও কর্মীদের মারধর ও গ্রেপ্তার করা হয়েছে। তার প্রতিবাদ জানাতেই আজ পথ অবরোধ করে প্রতিবাদ কর্মসূচী পালন করা হলো।
রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় যুব মোর্চার কর্মীরা। বিক্ষোভের জেরে রাজ্য সড়কে যানজটে পরিনত হয়। যানজটের কারনে প্রায় ১ ঘন্টা যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয়। পরে পুলিশের হস্থক্ষেপে অবরোধ উঠে যায়।
অন্যদিকে বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে পূর্ব বর্ধমান ১ মন্ডলের যুব মোর্চার নেতা কর্মীরা এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে। যুব মোর্চার নেতা শ্যামল রায় বলেন,শুক্রবার কলকাতার সায়েন্স সিটিতে শান্তিপূর্ণ আন্দোলনে বিজেপির যুব রাজ্য সভাপতি দেবজিৎ সরকার সহ প্রায় ৫০ জনকে পুলিশি হেনস্থা,লাঠিচার্জ ও গ্রেফতারের প্রতিবাদে শনিবার গোটা রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হয়েছে বিজেপির যুব মোর্চা।