ফোকাস বেঙ্গল নিউজ ডেস্কঃ বিগত বাম আমলে চালু থাকা অনলাইন লটারি ক্ষমতায় আসার পর মমতা বন্দোপাধ্যায়ের সরকার বন্ধ করে দিয়েছিলো। আর সেই লটারি খেলার ধরণ পরিবর্তন করে নতুন করে আবার শুরু করতে চলেছে সেই মমতা বন্দোপাধ্যায়ের সরকার।
জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গ রাজ্য লটারি চালু করছে দৈনিক খেলা ৷ এরই প্রতিবাদে আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করেছে বিরোধীরা।যদিও ওয়াকিবহাল মহলের একাংশের অনুমান আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দল বিরোধীদের হাতে এখনই এই ধরণের স্পর্শকাতর,জনবিরোধী ইস্যু তুলে দেবে না। অপরদিকে বাম, কংগ্রেস, বিজেপির অভিযোগ, শিল্প-কর্মসংস্থানহীন রাজ্যে দৈনিক লটারি চালু হলে বেকার ও গরিব মানুষের ভবিষ্যতকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হবে।
উল্লেখ্য,বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ই অনলাইন ‘সুপারলোটো’,'কেনো' র মতো লটারির বিরোধিতা
করেছিলেন। লটারি বন্ধের প্রতিবাদে বাংলা বন্ধও ডেকেছিলেন। ক্ষমতায় এসে অবশ্য ২০১৩ সালে
অনলাইন লটারি বন্ধ করে দেন তিনি।
যদিও শাসক দল পরিষ্কার জানিয়েছে, এই রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতেই এই সিদ্ধান্ত। দেশের অন্যান রাজ্যে দৈনিক লটারি চালু রয়েছে। এই রাজ্যের টাকা বাইরে চলে যাচ্ছে।তা ঠেকাতেই এই সিদ্ধান্ত।