Headlines
Loading...
ট্রেনের হাওয়ার ধাক্কায় এক মহিলার মৃত্যুতে নারায়ন পাকুড়িয়ায় স্থানীয়দের অবরোধ।

ট্রেনের হাওয়ার ধাক্কায় এক মহিলার মৃত্যুতে নারায়ন পাকুড়িয়ায় স্থানীয়দের অবরোধ।


ফোকাস বেঙ্গল ডেস্ক,পাঁশকুড়া: ট্রেনের হাওয়ার ঝাপটায় এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানিয়রা। মৃতের নাম সবেরা বিবি (৫৬)। বাড়ি তমলুকের রাধামণিতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৫ নভেম্বর কোলাঘাটের নারায়ন পাকুড়িয়ায় মুরাইল গ্রামে দাদার বাড়িতে এসেছিলেন সবেরা বিবি। সোমবার সকাল ৯:০৫ নাগাদ নারায়ন পাকুড়িয়া স্টেশনে টিকিট কাটতে যাওয়ার সময় খড়্গপুর গামী ট্রেনের হাওয়ার ধাক্কায় রেল লাইনে পড়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ জড়ো হয়ে খড়গপুর হাওড়া লাইনে নারায়ন পাকুড়িয়ার মুড়াইল রেল স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। দীর্ঘক্ষন লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকে। ফলে সমস্যায় পড়ে যায় নিত্য যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পাঁশকুড়ার রেল পুলিশ। প্রথমে কয়েকজন রেলপুলিশ ঘটনাস্থলে পৌছায়। তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানিয়রা। পরে ঘটনাস্থলে পৌছায় বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ। রেল পুলিশের হস্তক্ষেপে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই অবরোধের জেরে কয়েক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় খড়্গপুর হাওড়া লাইনে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});