
ফোকাস বেঙ্গল ডেস্ক,মহিষাদল: বুকের পাটা থাকলে মুকুল রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার কেস করুক। বললেন বিজেপির রাজ্যে সহ সভাপতি বিশ্বরূপ রায় চৌধুরী। রবিবার মহিষাদলে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বিশ্বরূপ বাবু বলেন,সরকারের সৎ সাহস নেই থাকলে তা করে দেখাক। মুকুল রায়ের বিশ্ববাংলা নিয়ে বক্তব্যের কাউন্টার বক্তব্য রাজ্যের সরকারের আমলারা বলছে। দলীয় ভাবে বলার ক্ষমতা নেই এই দলের নেতাদের । রাজ্যের আমলারাই এখন দলীয় কর্মী হয়েছে। মুকুল রায় যদি মিথ্যে বলে থাকে আর অভিষেক বন্দোপাধ্যায়ের মালিকানা না থাকে তাহলে সরকাররে বুকের পাটা থাকলে কেস করুক। সরকারের সৎ সাহস নেই। কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার ভয়ে সরকার তা পারবেনা।
