ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষকে দাবিদাওয়া জানাতে গিয়ে গত মঙ্গলবার ঘেরাওয়ের নামে ছাত্র ছাত্রীরা অভব্য আচরণ ও নিগৃহীত করেছিল।সেই ঘটনার ইতিমধ্যে তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছে রাজ্যের ঊচ্চ শিক্ষা সংগঠনগুলি। আর বৃহস্পতিবার সেদিনের ঘটনায় যুক্ত কলেজের জিএস সুরাজ ঘোষ সহ ১৪ জনের নামে বর্ধমান থানায় এফআইআর দায়ের করলেন খোদ কলেজের প্রিন্সিপ্যাল নিরঞ্জন মন্ডল। এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়েছে রাজ্য জুড়ে।
এদিন নিরঞ্জন মন্ডল জানিয়েছেন, গত মঙ্গলবার কোনো আগাম লিখিত অনুমতি ছাড়াই একদল বহিরাগতদের নিয়ে কলেজের ছাত্র সংসদের জিএস সুরাজ ঘোষ সহ ৩০ - ৪০জন ছাত্র ছাত্রী হটাৎ তাঁর চেম্বারে ঢুকে পরে। নির্দিষ্ট লিখিত কোনো দাবি পত্র ছাড়াই অপ্রয়োজনীয় বিষয় নিয়ে উচ্চস্বরে কথাবার্তা বলতে শুরু করে। এমনকি আঙ্গুল তুলে তাঁকে হুমকিও দেওয়া হয়। তিনি নিরাপত্তার অভাব বোধ করতে থাকেন। তিনি জানান, ছাত্রছাত্রীদের এই ধরণের আচরণে রীতিমতো স্তম্ভিত হয়ে যান তিনি। পুরো ঘটনার বিষয় তিনি কলেজ পরিচালন কমিটির প্রেসিডেন্ট তথা পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবকে সেই দিনই জানান।নিরঞ্জন বাবু জানিয়েছেন,আগামীকাল অর্থাৎ শুক্রুবার গোটা ঘটনার লিখিত বিবরণ ও এফআইআর এর কপি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পাঠাচ্ছেন।
নিরঞ্জন বাবুর অভিযোগ এই ঘটনার পিছনে ছাত্রদের মদত দিচ্ছেন কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারকেশ্বর মন্ডল।তিনি তাঁর নামও অভিযোগ পত্রে উল্ল্যেখ করেছেন।নিরঞ্জন বাবু জানিয়েছেন, কলেজের পঠন পাঠনের সুস্থ ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে কঠোর হাতে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন জেলাশাসক।
ছবি - সুরজ প্রসাদ
ছবি - সুরজ প্রসাদ