ফোকাস বেঙ্গল ডেস্ক,কাঁথি : আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে কাজলা জনকল্যান সমিতির সভাগৃহে এলাকার কিশোরীদের নিয়ে 'বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশ্রী প্রকল্প' বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হলো।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সমাজ কল্যাণ আধিকারিক শ্রী পূর্ণেন্দু পৌরাণিক, কাঁথি মহিলা থানার ওসি সুচরিতা মন্ডল, কাজলা জনকল্যান সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা, আশিস মাইতি, বিজন মাইতি, খগেন্দ্রনাথ দাস, গৌরসুন্দর দাস, কাজলা জনকল্যাণ সমিতির কো-অর্ডিনেটর বিবেকানন্দ সাহু, প্রমুখ।
কাজলা জনকল্যান সমিতির সম্পাদক স্বপন পণ্ডা সভার শুরুতে বাল্যবিবাহ সংক্রান্ত কয়েকটি ঘটনা তুলে ধরেন। জেলা সমাজকল্যাণ আধিকারিক শ্রী পূর্ণেন্দু পৌরাণিক মহোদয় বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ গড়ে তুলতে হলে সবাইকে স্কুলমুখী করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যুগান্তকারী প্রকল্প 'কন্যাশ্রী' চালু রয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে ১৪ থেকে ১৮ বছর ও সদ্য ১৮ উতীর্ণ মেয়েদের কন্যাশ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে। এতৎসত্ত্বেও দেখা যাচ্ছে নিয়মিত বাল্যবিবাহের ঘটনা ঘটছে। প্রশাসনের কাছে কাজলা জনকল্যান সমিতির মতো বিভিন্ন বেসরকারি সংস্থাগুলি নিয়মিত বাল্যবিবাহের খবর দিয়ে থাকেন। সেই অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিন উপস্থিত মেয়েদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করতে তিনি বিস্তারিত আলোচনা করেন। সবাইকে নিজনিজ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের সদস্য হওয়ার আহবান জানান তিনি। এও বলেন প্রতিটি ব্লকের শিশু সুরক্ষা কমিটি ও গ্রাম স্তরের শিশু সুরক্ষা কমিটিগুলিকে আরো সক্রিয় করে তোলার উদ্যোগ নিতে হবে।
উল্লেখ্য,এদিন আলোচনা সভায় প্রায় ১৫০জন কিশোরী অংশগ্রহন করে। সমগ্র আলোচনা সভা পরিচালনা করেন তপোবন শিশু আবাসের সুপার দীপালি নন্দী। সব শেষে কাজলা জনকল্যান সমিতির সম্পাদক স্বপন পণ্ডা বাল্যবিবাহ প্রতিরোধের জন্য কাজলা, হীনচি, সারদা এলাকার মেয়েদের নিয়ে একটি সুরক্ষা কমিটি গঠন করে।