Headlines
Loading...
কাটোয়ার গঙ্গায় ৯মাসের মেয়েকে নিয়ে ঝাঁপ দিল মা,প্রাণে বাঁচালো মাঝি।

কাটোয়ার গঙ্গায় ৯মাসের মেয়েকে নিয়ে ঝাঁপ দিল মা,প্রাণে বাঁচালো মাঝি।

ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া: ৯ মাসের মেয়েকে নিয়ে মাঝ গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মা।অন্য পার থেকে এই দৃশ্য দেখে ভরা গঙ্গায় লাফিয়ে মা ও মেয়েক প্রাণে বাঁচালেন এক মাঝি।বুধবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে কাটোয়ার বল্লবপাড়া ফেরিঘাট এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে ৯ মাসের মেয়েকে নিয়ে কাটোয়া শহরে এসেছিলেন মন্তেশ্বরের সরষেডাঙার বাসিন্দা বছর কুড়ির এই বধূ। নাম শিল্পী সামন্ত। সঙ্গে ছিল তার ৯মাসের কন্যা সন্তান। গঙ্গার ওপাড়ে যাওয়ার জন্যে তিনি মেয়েকে নিয়ে নৌকায় চড়েছিলেন। কিন্তু হটাৎই তিনি মাঝ গঙ্গায় মেয়েকে নিয়ে ঝাঁপ দেন। তখন গঙ্গার পাড়ে অন্য একটি নৌকা নিয়ে যাত্রীর জন্যে অপেক্ষা করছিলেন মনিরুল সেখ। সে নদীতে ঝাঁপ দিয়ে বধূকে উদ্ধারের চেষ্টা করেন। বহু চেষ্টায় মা ও মেয়েকে নিয়ে পাড়ে ফেরেন মনিরুল। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মা ও মেয়েকে নিয়ে কাটোয়া হাসপাতালে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন মা ও মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিল্পীর বাপের বাড়ি পূর্ব বর্ধমানের ভাতার থানার খেঁড়ুর-ছাতনি গ্রামে। বছর দুয়েক আগে ওই গ্রামের ছেলে পলাশের সঙ্গে তার বিয়ে হয়েছিল। তাঁর স্বামী পলাশ কর্ম সূত্রে কলকাতায় থাকেন। বিয়ে আগে গ্রামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শিল্পীর। সেই যুবকের সঙ্গে মনোমালিন্য চলছিল। তাই তিনি মেয়েকে নিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});