Headlines
Loading...
টানা বৃষ্টিতে শহর বর্ধমানে বিদ্যুৎ,জল পরিষেবায় বিঘ্ন,ঝরে ভেঙে পড়েছে বহু গাছ।

টানা বৃষ্টিতে শহর বর্ধমানে বিদ্যুৎ,জল পরিষেবায় বিঘ্ন,ঝরে ভেঙে পড়েছে বহু গাছ।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:ঘূর্ণাবর্ত আর নিম্নচাপ এই দুই প্রাকৃতিক দুর্যোগে গত ৩৬ ঘন্টার বৃষ্টিতে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। পূর্ব বর্ধমান জেলার সদর শহর বর্ধমানের বেশির ভাগ জায়গায় এখনও  গতকাল রাত থেকে বিদ্যুৎ নেই,জল নেই। ঝরে রাস্তায় ভেঙে পরে আছে গাছ ,গাছের ডাল।


অবিরাম বৃষ্টির দরুন শহরের বেশ কয়েকটি পাড়ার রাস্তায় সকালেও জমা জল নামেনি। স্বাভাবিকভাবেই দারুন অসুবিধার মধ্যে পড়তে হয়েছে শহরবাসীকে।


বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে কয়েকটি জায়গায় তার ছিড়ে যাওয়ার কারণে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। গতকাল অবিরাম বৃষ্টিতে কাজ বাধা প্রাপ্ত হওয়ায় মঙ্গলবার সকাল থেকেই দপ্তরের কর্মীরা মেরামতির কাজে নেমে পড়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ওয়ার্ডে বিদ্যুৎ না থাকার কারণে পৌর পানীয় জল সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়।


শহরের ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর বসিরুদ্দিন আহমেদ এলাকার মানুষের পানীয় জলের সংকট মেটাতে ভোর থেকে জেনারেটরের সাহায্যে পাম্প চালিয়ে জল সরবরাহের ব্যবস্থা করেন। অন্যদিকে গোলাপবাগ এলাকায় গতকাল ঝরে প্রচুর গাছ ভেঙে পড়েছে। গাছ ভেঙে বিদ্যুতের খুঁটিতে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক ডালপালা রাস্তায় এসে পরে। শহরের সুভাষপল্লি,রসিকপুর,মাঠপাড়া প্রভৃতি বিভিন্ন জায়গায় মঙ্গলবার সকালেও জল দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর দুর্যোগ এখনো কাটেনি।নিম্নচাপ দুর্বল হলেও আগামী ২৪ ঘন্টা বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});