
ফোকাস বেঙ্গল ডেস্ক,কাঁথি: তিনটি পা ও দুটি লিঙ্গ যুক্ত একটি অদ্ভুত দর্শন শিশুর জন্ম হল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের বনমালিচট্টার গোপালপুরে। এলাকার বাসিন্দা বাপি পালের স্ত্রী মমতা পাল গতকাল রাতে প্রসব যন্ত্রনা নিয়ে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার সকালে তিনি অদ্ভুত আকৃতির একটি শিশুর জন্ম দেন। সেই খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখতে হাসপাতালে ভীড় জমান এলাকার মানুষ। ভীড় সামলাতে হিমসিম খেতে হয় হাসপাতালের আধিকারিকদের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুটির ওজন ২ কেজি। জন্মের পর থেকে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। ফলে শিশুটিকে কলকাতার শিশু মঙ্গলে স্থানান্তরিত করা হয়েছে।
