Headlines
Loading...
দেশে এমন উদ্যোগ প্রথম, এবার বিধবা বিবাহ করলেই মিলবে ২ লক্ষ টাকা অনুদান।

দেশে এমন উদ্যোগ প্রথম, এবার বিধবা বিবাহ করলেই মিলবে ২ লক্ষ টাকা অনুদান।

ফোকাস বেঙ্গল নিউজ ডেস্কঃএকটা সময় ছিল বিবাহিত মহিলা বিধবা হলে তাঁকে দাহ করা হতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদম্য প্রচেষ্টায় সেই সতীদাহ প্রথা সমাজে বন্ধ হয়েছিল।এবার দেশে বিধবা বিবাহ রীতিকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে চালু হচ্ছে আর্থিক অনুদান প্রকল্প। মধ্যপ্রদেশ সরকারের সমাজ কল্যাণ দফতর ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কোনও বিধবা মহিলাকে বিয়ে করলেই মিলবে ২ লক্ষ টাকা। বিধবা বিবাহ রীতিকে উৎসাহ দেওয়ার লক্ষ্যেই এই প্রকল্প বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এক্ষেত্রে কয়েকটি শর্তও আরোপ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কনের বয়স হতে হবে ৪৫ বছরের কম।
এর আগে গত জুলাই মাসে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বিধবা বিবাহে উৎসাহ দিতে নীতি নির্ধারণের পরামর্শ দেয়। তবে কেন্দ্রের আগেই মধ্যপ্রদেশ সরকার হাতে কলমে এই কাজ করে দেখিয়ে দিল। শুধু তাই নয়,শিবরাজ সিংহ চৌহানের সরকার সংশ্লিষ্ট তহবিলে ২০ কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দও করেছে । ঘোষণা অনুযায়ী, ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে কোনও বিধবা মহিলাকে বিয়ে করলেই পাত্রর হাতে ২ লক্ষ টাকা তুলে দেবে সরকার। তবে এ প্রস্তাব রাজ্যের অর্থ দফতরের কাছে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। তারপর ক্যাবিনেট বৈঠকে চূড়ান্ত সিলমোহর পড়লেই তিন মাসের মধ্যে এই প্রকল্প চালু হবে।
এই প্রকল্প শুরু হওয়ার পর বছরে রাজ্যের প্রায় ১০০০ মহিলার বিয়ে হবে বলে আশাবাদী সরকার। তবে এর যাতে অপব্যবহার না হয়, সেদিকেও কড়া নজর রাখতে মরিয়া সরকার। জানা গিয়েছে, দুর্নীতি রুখতে নিয়ম করা হয়েছে, যিনি বিয়ে করবেন, সেটিই তাঁর প্রথম বিয়ে হতে হবে। টাকা পেতে গেলে গ্রাম পঞ্চায়েত বা কোনও স্থানীয় সংস্থার দেওয়া প্রমাণপত্র গ্রাহ্য হবে না। জেলার আধিকারিকের অফিসে গিয়ে বিয়ে নথিভুক্ত করতে হবে। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});